রাজনীতি

দেখতে হবে- সংস্কার, সংস্কার বলে কেউ ষড়যন্ত্র করছে কিনা : তারেক রহমান

আজ আমাদের দেখতে হবে-সংস্কার, সংস্কার বলে কেউ কি ষড়যন্ত্র করছে কিনা। যদি সংস্কারের নামে এই বিষয়টিকে দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সংকট আরও বাড়বে। বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা দেখছি, যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা বাড়ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যে হারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে—এসব কিছুকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পুনর্গঠন করতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম টানতে হয়, তাহলে একটাই পথ—জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, যত দ্রুত আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো, তত দ্রুত বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবো!

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন