চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা অজি অলরাউন্ডারের অবসর

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর সময় ঘনিয়ে এসেছে। এর মধ্যে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তার এই হঠাৎ অবসরের ঘোষণা কিছুটা আশ্চর্য করেছে সবাইকে।
গত ১৩ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে রাখা হয় স্টয়নিসকে। এমনকি আগামী সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সেই দলেও রাখা হয়েছিল এই অলরাউন্ডারকে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হতে ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টয়নিস।
অবসর ঘোষণায় স্টয়নিস বলেন, ‘আমার জন্য অবিশ্বাস্য এক যাত্রা, অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলা! আমি সবুজ ও সোনালির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকবো। শীর্ষ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করা এমন এক বিষয়, যা আমি সবসময় লালন করবো।‘
তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়েছে, ওয়ানডে থেকে সরে এসে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোযোগ দেয়ার এটাই সঠিক সময়। রনের (প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। আমার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। আমি সতীর্থদের জন্য উল্লাস করবো।‘
স্টয়নিসের ওয়ানডে অভিষেক হয় ২০১৫ সালে। খেলেছেন মোট ৭১ টি ম্যাচ, সবশেষ পাকিস্তানের বিপক্ষে পার্থে। ৬ ফিফটি, ১ সেঞ্চুরিতে ১৪৯৫ রান করেছেন। বল হাতে উইকেট নিয়েছেন ৪৮ টি।
এমএইচ//