নারায়ণগঞ্জে শামীম ওসমানের পৈত্রিক বাড়িতে হামলা-ভাঙচুর

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নারায়ণগঞ্জের পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্র-জনতা শহরের চাষাঢ়ায় অবস্থিত বায়তুল আমান নামে ওই বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে শুরু করে। একাজে তারা এক্সকেভেটর (খননযন্ত্র) ব্যবহার করা হয়।
এর আগে. শত শত লোক মিছিল সহকারে শামীম ওসমানের পৈত্রিক বাড়িতে সমবেত হয়। পরে ভাঙচুরের কাজ শুরু করে।
বায়তুল আমানে ভাঙচুর চলাকালে উত্তেজিত জনতা ‘বোরকা শামীম পলাইছে, দিল্লি না ঢাকা, স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, বায়তুল আমান ভবনটি ১৯৩৯ সালে শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী প্রতিষ্ঠা করেন। এখানে আওয়ামী লীগ দল গঠনের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মী এসেছেন এবং বৈঠক করেছেন। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে এই ভবনটির কথা উল্লেখ করা আছে। শামীম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা এই বাড়ি থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এমআর//