খেলাধুলা

বিপিএলের প্রাইজমানি ও পুরস্কারসংখ্যা বাড়লো

ছবি: বিসিবি

বিপিএলের প্রাইজমানি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

গত দুই আসরে চ্যাম্পিয়ন দল ২ কোটি ও রানার্সআপ দল পেয়েছে ১ কোটি টাকা। এবার পুরস্কারের সংখ্যাও বাড়িয়েছে বিসিবি। দল ও ব্যক্তিগত পর্যায়ে ১০ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। সবমিলিয়ে ২ কোটি ৩ লাখ টাকা প্রাইজমানি বৃদ্ধি করেছে ক্রিকেট বোর্ড।

টুর্নামেন্টের সেরা খলোয়াড়, ম্যাচসেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট সংগ্রাহক ও সেরা ফিল্ডারের পুরস্কার আছে আগের মতোই। প্রাইজমানিতে যুক্ত করা হয়েছে তৃতীয়, চতুর্থ দল ও উদীয়মান ক্রিকেটার। টুর্নামেন্টে তৃতীয় দল পাবে ৬০ লাখ টাকা, চতুর্থ দল পাবে ৪০ লাখ টাকা।

এরমধ্যে নির্ধারণ হয়ে গেছে তৃতীয় ও চতুর্থ দল দুইটি। তারা যথাক্রমে; খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

আগামীকাল, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। পূর্বের সূচিতে ম্যাচটি ৭ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ বিসিবি থেকে পরিবর্তিত সময় জানানো হয়।

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন