আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা, এবার দুই বিমানের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

বারবার বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।  এবার ঘটল দুই বিমানের সংঘর্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকালে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে টারমাকে চলাচলের সময় জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ধাক্কা লাগে।  

সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুই বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ বিমানটি ১৭২ জন যাত্রী ও ১৩ জন ক্রু  নিয়ে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে  ট্যাক্সি করার সময় ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটির সঙ্গে ধাক্কা লাগে। তবে কেউই আহত হননি।

অন্যদিকে, ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বোয়িং ৭৩৭ বিমানটি বরফ অপসারণের জন্য অপেক্ষা করছিল। আর তখনই জাপান এয়ারলাইন্সের বিমানটির ডানার একটা অংশ তাদের বিমানের লেজের সঙ্গে ধাক্কা খায়। ফ্লাইটটিতে ১৪২ জন যাত্রী ছিলেন  এবং মেক্সিকোর পুয়ের্তো ভালার্তায় যাওয়ার জন্য ওড়ার প্রস্তুতি নিচ্ছিলো।

 

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু সংঘর্ষটি একটি ট্যাক্সি লেনে ঘটেছে, তাই বিমানবন্দরের কার্যক্রমের ওপর এর প্রভাব খুব সামান্যই পড়েছে। তবে ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ।  

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন