খেলাধুলা

'ফুটবলে এখনো অনেক দেয়ার আছে', বিদায়ী বার্তায় মার্সেলো

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো অবসরের ঘোষণা দিয়েছেন। তার বর্তমান বয়স ৩৮ চলছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিদ্ধান্তের কথা জানান তিনি।

লেফট-ব্যাক হিসেবে সুনাম কুড়িয়েছেন মার্সেলোনা। ব্রাজিলের হয়ে ৩৮ টি ম্যাচ খেলেছেন। তিনি ২০০২ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দল দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পেশাদার ফুটবলে এই ক্লাবের হয়ে ২০০৫ সালে অভিষেক হয়। এরপর ২০০৭ সালে মার্সেলো যোগ দেন রিয়াল মাদ্রিদে।

মাদ্রিদের জার্সিতে পরিচিত এক মুখ হয়ে উঠেছিলেন মার্সেলো। শিরোপা জয়কে নেশা বানিয়ে ফেলেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৬ টি লিগ শিরোপা, ৫ টি চ্যাম্পিয়নস লিগস মোট ২৫ টি ট্রফি জিতেছেন।

ব্রাজিলের হলুদ জার্সিতে অর্জন তেমন নেই মার্সেলোর। ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ জিতেছেন তিনি, একমাত্র অর্জন সেটাই। দেশের জার্সিতে ৬ টি গোলও করেছেন এই ডিফেন্ডার।

ভিডিও বার্তায় মার্সেলো জানান, একজন খেলোয়াড় হিসেবে আমার যাত্রা এখানেই শেষ। তবে ফুটবলে আমার এখনো অনেক কিছু দেয়ার আছে। ধন্যবাদ সবকিছুর জন্য।

এমএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন