অপরাধ

অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

মধ্যরাতে আটকের পর রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে।কয়েকদিন ধরে তিনি নজরদারিতে ছিলেন বলে জানিয়েছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

গেলো  ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে এই দুই অভিনেত্রীর নাম উঠে এসেছে।

তিনি বলেন, অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন।তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেয়া হয়েছে।তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।সাবা ও শাওন দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।দলটির মনোনয়নও চেয়েছিলেন।

জেএইচ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন