চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারছেন না সাইম আইয়ুব
পাকিস্তানের ওপেনিং ব্যাটার সাইম আইয়ুব অন্তত আরও ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। গোড়ালির চোটের কারণে তাকে থাকতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। এতে পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না এই ব্যাটারের।
গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ চলাকালীন চোটে পড়েন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ডান পায়ের গোড়ালিতে হওয়া ফ্র্যাকচারের ভালো উন্নতি হচ্ছে।‘ সাইম ইংল্যান্ডেই থাকবে, সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। চোটের কারণে তাকে মোট ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি আইয়ুবকে। তবে পিসিবি আশা রেখেছিল, চোট কাটিয়ে তিনি ফিরতে পারেন। তবে নতুন করে আরও ৫ সপ্তাহ সময় বেশি লাগায়, সে সুযোগ মিস হচ্ছে।
এমএইচ//