ময়দান হস্তান্তর, ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু ১৪ ফেব্রুয়ারি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। এরমধ্যে গত বুধবার ( ৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে প্রথম পর্বের ইজতেমা। যেখানে দুই ধাপে ইজতেমা পালন করেছে শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দ্বিতীয় পর্বের জন্য কেন্দ্রীয় সমন্বয় কমিটির কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হয়েছে। এই পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপে শুরায়ি নেজামের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, অন্তর্বর্তী সরকারের সার্বিক সহযোগিতায় শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ছয় দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকার যে তিন শর্তে আমাদের ইজতেমা করার অনুমতি দিয়েছিল, আমরা তা পূরণ করে ইজতেমা সম্পন্ন করেছি। আমরা আশা করি এবার সরকারি সিদ্ধান্ত মেনে বিশ্ব ইজতেমার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বিদের কাছে টঙ্গীর ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হবে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। তিন দিন চলার পর ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা আয়োজন।
এমএইচ//