ক্রিকেট

ট্রফি হাতে নিতে শান্ত-হৃদয়ের কাড়াকাড়ি

দৃশ্যটা প্রায় একই! গেলো বিপিএলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হবার পর প্রথমবার ট্রফি জেতা মুশফিক ও মাহমুদউল্লাহকে মঞ্চে ডেকে নিয়েছিলেন তামিম ইকবাল। চেক ও ট্রফি একা না নিয়ে মিরাজ, সৌম্য ও তাইজুলকে মঞ্চে তুলে নিয়েছিলেন তামিম।

বছর ঘুরে আবারও চ্যাম্পিয়ন তামিমের বরিশাল। এবার দলে মিরাজ-সৌম্যরা নেই। তাদের বদল ডাকলেন শান্ত, তাওহীদ হৃদয় ও রিশাদকে।

শান্ত ও হৃদয় এর আগে তিনটি বিপিএল ফাইনালে হেরেছেন। তাই দলের মধ্যে ট্রফি প্রথম ছুঁয়ে দেখাটা নিশ্চয়ই তাদের জন্য বেশি আনন্দের।

সেটার প্রমাণ পাওয়া যায় সম্প্রচার ক্যামেরায় দেখানো পরের অংশটিতেই। গ্রুপ ছবি তোলার সময় ট্রফি হাতে রাখার জন্য শান্ত ও হৃদয় কিছুটা কারাকাড়ি শুরু করেন।  ট্রফি হাতে রাখার লড়াইয়ে শেষ পর্যন্ত হৃদয়ের কাছে পরাজিত হন শান্ত।

এবারের বিপিএল খুব একটা ভালো কাটেনি গেলো আসরের সবচেয়ে বেশি রান সংগ্রাহক শান্তর।  বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ৫ ম্যাচ সুযোগ পেয়ে করেছেন মাত্র ৫৬ রান।  এরপর ফাইনালসহ শেষ ৮ ম্যাচে বরিশালের একাদশে সুযোগ পাননি তিনি।    

এ সম্পর্কিত আরও পড়ুন