বিনোদন

নতুন অধ্যায় শুরু করলেন চিত্রাঙ্গদা সিং

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং ছবি: সংগৃহীত

ভিন্নধর্মী কাজে পর্দায় আসছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। একইসঙ্গে প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয়ে দেখা যাবে  এই বলিউড অভিনেত্রীকে। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার নামে ওই ওয়েবসিরিজে চিত্রাঙ্গদাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে।

এসিরিজে আরও আছেন টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জিৎ।

বি-টাউনে অনিয়মিত হলেও ভাল গল্প পেলে ফের নিয়মিত হতে চান বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।  নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে চিত্রাঙ্গদা বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ।

এ সিরিজের মাধ্যম আমি ওটিটি প্ল্যাটফর্মে ডেব্যু করতে যাচ্ছি, যা আমার জন্য অসাধারণ এক অনুভূতি। এ ছাড়া পরিচালক নীরজ পান্ডের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। এ অভিজ্ঞতাটি দারুণ। এখন সিরিজটি মুক্তির অপেক্ষায় আছি।’

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজটি নেটফ্লিক্সে প্রচারিত হবে। সম্প্রতি সিরিজটির প্রথম টিজার আসতেই রীতিমতো নড়েচড়ে বসেছেন সিনেপ্রেমীরা।

ক্রাইম থ্রিলারধর্মী এ সিরিজে ২০০০ সালের গোড়ার দিকের কলকাতার ছবি, তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পুলিশের টানাপোড়েন ফুটে উঠবে পর্দায়। গুরুত্বপূর্ণ সব চরিত্রে পশ্চিমবঙ্গের শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত’র মতো অনেক তারকাকে দেখা যাবে।

প্রসঙ্গত, চিত্রাঙ্গদা সিং রুপালি পর্দায় কাজ শুরু করার পূর্বে একজন মডেল হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। কলেজের পড়াশোনা শেষ করে তিনি আইসিআইসিআই ব্যাংক এবং আলুক্কাস জুয়েলারির মতো প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন।

তিনি আলতাফ রাজার ‘তুম তো ঠহরে পরদেশি’ নামক অ্যালবামে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। অতঃপর তিনি গুলজারের সংগীত ভিডিও সানসেট পয়েন্টে এ কাজ করার পরে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

২০০৫ সালে ‘হাজারো খায়েশ অ্যায়সি’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল চিত্রাঙ্গদার বলিউড যাত্রা। প্রথম সিনেমা দিয়েই দর্শক প্রশংসা কুড়ানোর পাশাপাশি জয় করেছিলেন সেরা নবাগতার পুরস্কার।

তারপরও এই অভিনেত্রীর বলিউড যাত্রা কখনও মসৃণ হয়ে ওঠেনি। ২০১১ সালে ‘দেশি বয়েজ’ সিনেমার পর খুব একটা দর্শক মনোযোগ কাড়তে পারেননি। এরপর ভিন্ন ধাঁচের বেশ কিছু গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও মেলেনি বড় কোনো সাফল্যের দেখা।

এমনকি ‘আই মি অউর ম্যায়’, ‘বাজার’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার-৩’, ‘বব বিশ্বাস’, ‘গ্যাসলাইট’সহ যে সিনেমাগুলো নিয়ে অভিনেত্রী ভীষণ আশাবাদী ছিলেন, তার কোনোটাই বলিউড বক্স অফিসে আলোড়ন তুলতে পারেনি।

এখন সাফল্যের শেষ ভরসা সিরিজ ‘খাকি-২’। এবার ওয়েব সিরিজে কতটা ঝড় তুলতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন