বিপিএলের বিদেশি ক্রিকেটার নিয়ে নতুন সিদ্ধান্তে বিসিবি

অনেক ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিপিএল। মাঠের খেলা নিয়ে যেমন মানুষ প্রশংসা করেছে, অনেক বিষয় ছিল- যেগুলো নিয়ে সমালোচনা করতেও ছাড়েনি। সমালোচনা করার মতো বিষয়ই ছিল সেসব। যেমন বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে ব্যর্থ হওয়ার মতো ঘটনা ঘটতে দেখা গেছে। এমনকি তাদের লজিস্টিক্যাল যে সমর্থন দেয়ার কথা, সেসবও ঠিকভাবে দিতে পারেনি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি। এর দায়ভার অবশ্যই দলগুলোর মালিক ও ম্যানেজমেন্টের ওপর বর্তায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান কেন্দ্র হওয়ায়, সেই দায় এসে লাগে বিসিবির গায়েও।
এমন পরিস্থিতি এড়াতে বিসিবি নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। তারা জানিয়েছে, এখন থেকে বিপিএল ড্রাফটে থাকা সকল বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ ধরনের উদ্যোগের কথা বলা হয়।
১. বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা। বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে বিসিবি।
২. সার্বিক লজিস্টিক্যাল সহায়তা। বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজেদের গন্তব্যে পৌঁছানোর সব লজিস্টিক্যাল বিষয় তত্ত্বাবধান করা হবে।
৩. ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নততর করা। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে ও আরও নিয়ন্ত্রিত আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করা হবে।
এমএইচ//