খেলাধুলা

শোয়েব আখতারের চোখে চ্যাম্পিয়নস ট্রফির সেরা তিন

ছবি: ফাইল

চ্যাম্পিয়নস ট্রফির বাদ্য-বাজনা শুরু হয়ে গেছে। প্রায় ২৯ বছর পর পাকিস্তানের আয়োজনে হতে যাচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর আগে দলগুলো নিয়ে সাবেক ক্রিকেটাররা নিজেদের মতামত দেন। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার নির্ধারণ করেছেন, তার সেরা ৩ দল। সেমিফাইনালের জন্য তিনি আরেকটি দলের নাম বলেননি।

কিছুটা আশ্চর্যের বিষয়, শোয়েবের দলে নেই বর্তমান ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া।

দুবাইয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপে এই সাবেক ক্রিকেটার বলেন, যদি আফগানিস্তান দল পরিপক্বতা দেখাতে পারে, তাহলে তারা সেমিফাইনাল খেলবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি পাকিস্তান, ভারত ও আফগানিস্তান দল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলবে।

আফগানিস্তান ২০২৩ ওডিআই বিশ্বকাপে অল্পের জন্য সেমি মিস করে। দলটি টুর্নামেন্টে ৬ষ্ঠ হয়ে শেষ করেছে। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা চার নিশ্চিত করেছিল রশিদ খানরা।

শোয়েব আখতার সেমিফাইনালের জন্য ৩ দলের কথা বললেও, বাকি এক দল কে হতে পারে- তা জানাননি।

এমএইচ//

  

এ সম্পর্কিত আরও পড়ুন