ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম ও তার দল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশালের। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশাল যাওয়া হয়নি তাদের। তবে এবার সেই সুযোগ হারাতে চায় না পুরো বরিশাল দল।
চিটাগাং কিংসকে ফাইনালে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তামিম। সেখানেই জানিয়েছেন দল ও ট্রফি নিয়ে আগামীকাল, রোববার (৯ ফেব্রুয়ারি) বরিশাল যাচ্ছেন তারা।
তামিম বলেন, 'গতবার শিরোপা জিতেও আমরা বরিশালে যেতে পারিনি। এবার ঠিক করেছি ৯ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছি। আশা করি, বরিশালের মানুষ আমাদের স্বাগত জানাবে। সব ঠিক থাকলে, কাপসহ আমাদের দেখতে পাবেন।'
বরিশাল দল আগামীকাল কখন রওনা দেবে, বরিশাল পৌঁছে কোথায় উদযাপন হবে বা কতক্ষণ থাকবেন- তা বিস্তারিত জানা যায়নি।
এমএইচ//