চব্বিশের গণহত্যার বিচার আগে,পরে অন্য কাজ : জামায়াত আমির
চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে, পরে অন্যকাজ। তা না হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি একথা বলেন।
জামায়াত আমির বলেন, ৫ আগস্টের পরও রাজনীতির সাথে দূর্বৃত্তপনা, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। বাংলাদেশের দুর্নীতি ও দুঃশাসন যতোদিন থাকবে ততদিন জামায়াতকে আন্দোলন চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘জামায়াত বাংলাদেশের সবচেয়ে মজলুম দল। আমরা এখনও নিবন্ধন ফিরে পাইনি। জামায়াত একমাত্র দল যার নিবন্ধন কেড়ে নেয়া হয়েছে। দলকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই দল আল্লাহর আইন চায়।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোনো অপকর্ম জামায়াতে ইসলামীকে স্পর্শ করেনি। কিন্তু যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি, লুটপাট করেছে। জামায়াতের কারও বিরুদ্ধে সেই অভিযোগ নেই।
প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেওয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবে। আগামী নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আনতে তিনি জামায়াতের পক্ষে ভোট চান।
জামায়াত আমির বলেন, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি, শুরু হয়েছে। কারও উস্কানিতে আমরা কারও ক্ষতি করতে দেবো না। পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীর এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’
কক্সবাজার জেলা জামায়াত সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর আহাম্মদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এইচএম হামিদুর রহমান আযাদ প্রমুখ।
আই/এ