দফায় দফায় ভূমিকম্পে কাপলো ক্যারিবিয়ান সাগর, সুনামি সতর্কতা জারি

ক্যারিবীয় সাগরে কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। প্রথম দফা কম্পনের পর, ৪ দশমিক ৩, ৪ দশমিক ২, ও ৪ দশমিক ৮ মাত্রার আফটার শকে কেপে ওঠে সাগরের তলদেশ। জোরালো এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে পরবর্তী এক ঘণ্টায় বাকি তিনটি ভূমিকম্প সংঘটিত হয় বলে জানিয়েছে মার্কিন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
সংস্থাটি জানায়, বিকেল ৫ টা ২৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যামেন দ্বীপপুঞ্জের উপকূল থেকে ২০৯ কি.মি. দক্ষিণ দক্ষিণ পশ্চিমে জর্জ টাউন নামক শহরে মাটির ১০ কি.মি. গভীরে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পরে আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামির সম্ভাবনা নেই, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।
প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে “বিপজ্জনক সুনামি ঢেউ” আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
হন্ডুরাস, কিউবা, ডমিনিক রিপাব্লিক, পুয়ার্তো রিকা এবং কেম্যান দ্বীপপঞ্জুসহ বেশ কয়েকটি ক্যারবিয় দেশ তাদের উপকূলে বসবাসরত নাগরিকদের এলাকা ছাড়ার জন্য সতর্কতা জারি করেছে।
ভূমিকম্পের পর কেম্যান দ্বীপপুঞ্জের সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপকূলে বসবাসরত বাসিন্দাদের দ্বীপপুঞ্জের ভেতরে যাওয়ার জন্য তারা উৎসাহিত করছে।
আই/এ