যানজটে কারণে মাঠে পৌঁছাতে পারেনি টিম বাস, ম্যাচের দৈর্ঘ্য কমল ১৪ ওভার
বৃষ্টি, আলোকস্বল্পতা, কুয়াশার মতো প্রাকৃতিক কারণে ম্যাচ শুরু দেরি হয়। কিন্তু আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-তে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার ম্যাচে ঘটে গেলো এক বিরল ঘটনা। তীব্র যানজটের কারণে দুই দল সময়মতো মাঠে পৌঁছে না পারায় নির্দিষ্ট সময়ে শুরু হয়নি খেলা।
এতটাই দেরিতে যে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪৩ ওভারে। শনিবার (৮ ফেব্রুয়ারি) মাসকাট ডেইলি, ওমান অবজারভার, টাইমস অব ওমানসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা বন্ধ থাকায় আল আমেরাত স্টেডিয়ামে যাওয়ার পথে তীব্র যানজট লেগে যায়।
দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে নামিবিয়া প্রথমে যুক্তরাষ্ট্রকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আন্দ্রিস গৌস, অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও মিলিন্দ কুমারের ফিফটিতে ৫০ ওভারে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ২৯৩ রান। জবাবে নামিবিয়া ১৭৯ রানে অলআউট হয়ে যায়, ফলে যুক্তরাষ্ট্র ১১৪ রানের বড় ব্যবধানে জয় পায়।