আন্তর্জাতিক

জাপানের নিরাপত্তা নিশ্চিত করতে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

জাপানের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

যৌথ বিবৃতিতে দুই নেতা সমমনা দেশগুলোর মধ্যে বহুস্তরবিশিষ্ট পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত ও নিরপেক্ষ রাখার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পিয়ংইয়ংয়ের হুমকির মোকাবিলার বিষয়ে দুই নেতা উত্তর কোরিয়াকে পুরোপুরি পারমাণবিক নিরস্ত্রীকরণের উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

মার্কিন প্রেসিডেন্ট নতুন করে চীনের পণ্য আমদানিতে ১০ শতাংশ এবং কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ করে শুল্ক আরোপ করেছেন। তবে আপাতত কানাডা-মেক্সিকোর শুল্ক স্থগিত রাখা হয়েছে। তিনি জাপানের মতো অন্যান্য দেশের পণ্যেও শুল্ক আরোপের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

শুক্রবার(৭ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বাণিজ্যিক অংশীদারদের পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করবেন।

এ ধরনের পরিস্থিতিতে পাল্টা শুল্ক আরোপ করবেন কি না, এই প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ইশিবা।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন