দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব

পূর্বশত্রুতার জেরে রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। যা এখনও থেমে থেমে চলছে।
তবে এখনো দুই পক্ষকে ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে বিরত করা সম্ভব হয়নি। সংঘর্ষের সঠিক কারণ সম্পর্কে কোনো পক্ষের শিক্ষার্থীর কাছ থেকে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
এসি//