আন্তর্জাতিক

হামাস নির্মূলে ফের হুমকি দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র  সংগঠন হামাসকে নির্মূল করার ফের হুমকি দিয়েছেন ইসরাইলের  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতার পঞ্চম পর্যায়ে তিন ইসরাইলি জিম্মির মুক্তির পর এক ভিডিও বার্তায় তিনি এ হুমকি দেন।

ভিডিও বার্তায় ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা হামাসকে নির্মূল করব এবং তাদের কাছে থাকা আমাদের জিম্মিদের ফিরিয়ে আনবো। ’

ওই বিবৃতিতে হামাসকে ‘দানব’ আখ্যা দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘শনিবার ভোরে মুক্তি দেওয়া তিন জিম্মিকে ক্ষীণকায় দেখাচ্ছিল এবং তাদের মঞ্চে বক্তৃতা দিতে বাধ্য করা হয়েছিল। ’

প্রসঙ্গত, শনিবার(৮ ফেব্রুয়ারি) তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। যার মধ্যে ৭ জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া এই অস্ত্রবিরতির ফলে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ হয়েছে। এই যুদ্ধে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজারের বেশি নিখোঁজ রয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন