জাতীয়

সচিব পদে ১১৯জনসহ ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তার মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে রোববার (০৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সচিব পদে ১১৯, গ্রেড-১ পদে ৪১, অতিরিক্ত সচিব পদে ৫২৮, যুগ্মসচিব পদে ৭২উপসচিব পদে চারজনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে।

এর আগে, পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে তাদের পদোন্নতির সুপারিশ করে সংশ্লিষ্ট কমিটি।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন