টিকটক নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটিকের ব্যবসা কিনবেন না বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার মাস্ক বলেছেন, ‘তিনি টিকটক কেনার জন্য কোনো দরপত্র জমা দেননি।
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মূল মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। গেলো বছর যুক্তরাষ্ট্রে টিকটিক নিয়ে একটি বিল পাস হয়।
ওই বিলে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসার মালিকানা ছেড়ে দিতে বলা হয়। এ জন্য তাদের ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল।
তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর না হওয়ায় চলতি মাসের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার জন্য টিকটক বন্ধ রাখা হয়। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য বাড়তি আরও ৭৫ দিন সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে পুনরায় বৈধভাবে কার্যক্রম শুরু করে টিকটক।
নির্বাহী আদেশে সই করার পরপরই ট্রাম্প বলেছেন, যদি মাস্ক টিকটক কিনে নিতে চান, তবে তাঁর আপত্তি থাকবে না। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং টেসলাসহ আরও বেশ কয়েকটি কোম্পানির মালিক ইলন মাস্ক।
তবে ট্রাম্প যতই চান, মাস্ক এখনো বলে যাচ্ছেন, টিকটক অধিগ্রহণের ইচ্ছা তাঁর নেই।গেলো বছর পাস হওয়া একটি বিলে বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসার মালিকানা ছাড়তে বলা হয়। দেয়া হয় ছয় মাস সময়। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে টিকটক। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই ফের ৭৫ দিন সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ওইসময় ট্রাম্প বলেছিলেন, মাস্ক টিকটক কিনতে চাইলে তাঁর কোনো আপত্তি থাকবে না।
এমআর//