জাতীয়

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে এক হাজার ৩০৮ জন আটক

ছবি: সংগৃহীত ছবি

সারাদেশে চলা অপারেশন ডেভিল হান্টে এক হাজার ৩০৮ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুযারি) রাত থেকে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে আটক করা হয়েছে। রাজধানী থেকে ২৭৪ জন  এবং বিভিন্ন  রেঞ্জে এক হাজার ৩৪ জনকে আটক করা হয়েছে।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার পর শনিবার থেকে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু করে যৌথ বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়েছিল, গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

রোবাবর সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে বলেন, দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের।

এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এ অপারেশন ততদিন চলবে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন