ফুটবল

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন হামজা

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে। 

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য হাভিয়ের কাবরেরার ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দলে আছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বাফুফে ঘোষিত প্রাথমিক তালিকায় হামজা ছাড়াও জায়গা পেয়েছেন আরেকজন প্রবাসী। ফাহমেদুল ইসলাম নামের এই মিডফিল্ডার খেলেন ইতালির আলবিও কালচোতে। ৩৮ জনের মধ্যে আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ক্লাব না পাওয়া ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়াও।

 

ভারতের বিপক্ষে প্রথমিক স্কোয়াড 

গোলরক্ষক

মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।

ডিফেন্ডার

মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।

মিডফিল্ডার

মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড

ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন