নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি আজ, গুরুত্বে পাবে যা
বাংলাদেশ ব্যাংক (বিবি) আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধ (জানুয়ারি-জুন, ২০২৫) এর জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। এদিন বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি প্রকাশ করবেন।
নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন। জানুয়ারি-জুন মেয়াদের জন্য নির্ধারিত এই নীতিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। সুদের হার অপরিবর্তিত রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল গ্রহণ করা হতে পারে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, দেশের অর্থনীতি বর্তমানে স্বাভাবিক অবস্থায় নেই। এ পরিস্থিতি বিবেচনায় রেখে এবারের মুদ্রানীতি অত্যন্ত সতর্কভাবে প্রণয়ন করা হচ্ছে। মূল লক্ষ্য থাকবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যমান অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করা।
সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এসি//