জাতীয়

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে প্রস্তাব দেবে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, রোববার আমরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে বা জুন মাসে জাতীয় নির্বাচনের পুরো প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। তবে জাতীয় নির্বাচন কবে হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ইসির নেই। সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

নজরুল ইসলাম খান বলেন, ইসি সঠিকভাবে কাজ করছে। জাতীয় নির্বাচনে ৩০ লাখ নতুন ভোটার যুক্ত হবে, এটা আগে বাদ পড়েছিল। এছাড়া ১৫ লাখ ভোটার বাদ যাবে। কারণ, তারা মারা গেছে। তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে।

জানা গেছে, দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ অংশ নেবেন।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন