বিনোদন

ফের হাসপাতালে সাইফ, কারিনা কোথায়?

জানুয়ারি মাসে আততায়ীর ছুরিকাঘাতে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন সাইফ আলি খান। যে খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় দেশজুড়ে। বিনোদুনিয়া তো বটেই, সরগরম হয় রাজনৈতিকমহলও। ছয় বার ছুরির কোপ পড়েছিল শরীরে। শিরদাঁড়ার কাছে বিঁধে ছিল ভাঙা ধাতব ফলা। যার শরীরের এমন ধকল গেছে, তিনি মাত্র পাঁচ দিনেই সুস্থ হয়ে, গটগটিয়ে হেঁটে ফিরেছিলেন বাড়ি। সাইফের এমন বীরদর্পে প্রত্যাবর্তন দেখে ফিসফাস শুরু করেন অনেকে। এ নিয়ে দেকা দেয় নানা প্রশ্ন। সাইফের হাঁটা দেখে অনেকেই কটুক্তি করেছিলেন, “দেখে তো মনে হয় না কিছু হয়েছে!” কেউ কেউ এক ধাপ এগিয়ে গোটা ঘটনাকে ‘সাজানো’ বলেও ব্যাখা দিয়েছেন।

এ আলোচানার মাঝেই রোববার বিকেলে ফের লীলাবতী হাসপাতালে ছুটতে হল সাইফ আলি খানকে।

পরনে সাদা টিশার্ট, ডেনিম প্যান্ট, চোখে রোদ চশমা, চুলে উল্টে আঁচড়ানো পরিপাটি। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই হাসপাতালে ঢুকলেন সাইফ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ই চিকিৎসকেরা বলে দিয়েছিলেন মাঝে মধ্যেই এসেই তাকে চেকআপ করাতে হবে। সে রকমই ‘রুটিন চেকআপে’ গিয়েছিলেন তিনি। চিকিৎসকেরা আপাতত বিশ্রাম নিতে বলেছিলেন তাকে। সম্প্রতি নেটফ্লিক্সের অনুষ্ঠানে দেখা গিয়েছিল সাইফকে।

নবাবের খেয়াল রাখতে গোটা ‘সদগুরু শরণে’র বারান্দা আলোয় মুড়ে দিয়েছেন কারিনা কাপুর খান। বোন সাবা আলি খান শুক্রবারই কোরআন মেনে ‘সদকা’ পালন করেছেন দাদার মঙ্গলকামনায়।

গেলো ১৬ জানুয়ারি, ভোররাতে নিজের বাসভবনেই দুষ্কৃতীর ছুরিকাঘাতে গুরুতম জখম হন সাইফ। দিন পাঁচেক হাসপাতালে চিকিৎসার পর ‘নবাব’ বাড়িতে ফেরেন।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন