জাতীয়

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আধঘণ্টারও বেশি সময় ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার পরেও শাহবাগ ছাড়েনি  প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং এনটিআরসিএ-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে ঘটনার সূত্রপাত হয়।

জানা যায়, দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীদের সরাতে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এছাড়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশপাশি ব্যাপক লাঠিচার্জও করা হয়েছে। এসময়ে কয়েকজনকে আটক করতে দেখা গেছে। 

সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জানান, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই তাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার  নিয়োগ বাতিল করা হয়েছে। এটি এসব শিক্ষকদের সঙ্গে প্রতারণা। দ্রুত রায় বাতিল করে নিয়োগ চূড়ান্ত করার দাবি জানান তারা

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন