শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের সড়ক অবরোধ

শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। বিক্ষোভের কারণে শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এসব প্রার্থীরা।
তারা তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ কার্যকর করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা অভিযোগ করে বলেন, ‘আমাদের নিয়োগ বাতিলের রায় সম্পূর্ণ বৈষম্যমূলক। যে সরকার আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছিল, তারাই এখন তা বাতিল করেছে। এটি স্পষ্টতই আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই, দ্রুত এই রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হোক।’
বিক্ষোভে অংশ নেয়া আন্দোলনকারী সাব্বির সাদেক বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।’
এর আগে গেলো বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
তারও আগে গেলো বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
এসি//