আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ‘লঙ্কাকাণ্ড’ ঘটালো বানর!

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

একটি মাত্র বানরের হামলা আর তাতেই ভারসাম্যহীন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা গোটা দেশ ডুবে যায় অন্ধকারে বানরের অপ্রত্যাশিত ঘটনায় ভোগান্তির শিকার হন দেশটির কোটি কোটি লোক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অবস্থা পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাকিক হতে শুরু করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গ্যালো রোববার (৯ ফেব্রয়ারি) ঠিক এমনই লঙ্কাকাণ্ড ঘটেছে  দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে পড়ে একটি বানর।  ট্রান্সফরমারের সংস্পর্শে আসার পরপরই বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। ফলে গোটা দেশ অন্ধকারে ডুবে যায়।

এসি//এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন