চাকরির প্রলোভনে তরুণীকে ধর্ষণ

ঢাকার ধামরাইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া ব্রিকসের মালিক আব্দুল হামিদ ও তার ভাই আব্দুল সামাদ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) ভুক্তভোগী ওই তরুণী গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন।
ওই তরুণী বলেন, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ধামরাইয়ের স্নোটেক্স গার্মেন্টসে চাকরীর সন্ধানে যান তিনি। কিন্তু চাকরি না হওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘটনাক্রমে আব্দুল হামিদের সাথে তার পরিচয় হয়।
হামিদ তাকে ইট ভাটায় চাকুরী দেয়ার কথা বলে নিয়ে গিয়ে বালিয়া ইটের ভাটায় একটি রুমে আটকে রাখে।
পরে ওইদিন রাতে আব্দুল হামিদ মাতাল হয়ে ওই তরুণীর রুমে এসে তাকে কুপ্রস্তাব দেয়। ভুক্তভোগী রাজি না হলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে হামিদের তার ভাইও তাকে একইভাবে ধর্ষণ করে। এসময়ে যন্ত্রণায় চিৎকারের এক পর্যায়ে তিনি জ্ঞান হারান।
জ্ঞান ফেরার পরে তিনি দেখেন যে রাস্তার পাশে পরে রয়েছেন। এরপর একটি গাড়ি করে বাসায় ফিরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সাংবাদিকদের কাছে ঘটনা বলে জজ কোর্টে মামলার করার জন্য আইনজীবীর কাছে গিয়ে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ধর্ষক আব্দুল হামিদ ও তার ভাই আব্দুল সামাদ এর সঙ্গে যোগাযোগ করা হলে। তারা নিজেদের নির্দোষ দাবি করে মুঠোফোনের লাইন কেঁটে দেন।
এ বিষয়ে জজ কোর্টের সিনিয়র আইনজীবি ডি এম জোবায়েত রহমান কুসুম বলেন,ভুক্তভোগী নারী আইনি সহযোগিতার জন্য আমার চেম্বারে এসে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ধর্ষিতা নারীকে আইনি সহযোগিতা করার জন্য সব ধরনের লেখালেখি প্রস্তুতি সম্পন্ন করেছি।
আগামী ২-১দিনের মধ্যে নারী নির্যাতন ট্রাইব্যুনালে এ বিষয়ে আবেদন করবেন। যাতে করে ধর্ষিতা তরুণী ন্যায় বিচার পায়।
আই/এ