চ্যাম্পিয়নস ট্রফির চোটের মিছিলে এবার ইংলিশ ব্যাটার!

চ্যাম্পিয়নস ট্রফিতে লম্বা হচ্ছে চোটের মিছিল। সেই মিছিলে এবার যোগ দিলেন ইংল্যান্ড ব্যাটার জ্যাকব বেথেল। মূলত ভারত সফর চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই ব্যাটার।
ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেন, ‘সত্যি বলতে, সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাচ্ছে আমি নিশ্চিত। এটা তার জন্য অনেক বেশি হতাশাজনক।‘
ভারত সিরিজের বাকি অংশের জন্য সমারসেটের টম ব্যান্টনকে দলে নিয়েছে ইংল্যান্ড। এই সিরিজের প্রথম ম্যাচে ৫১ রান ও ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন বেথেল। যদিও ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল ভারত।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবে না, এমন খেলোয়াড়দের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। যেখানে দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েটজি; ভারতের জাসপ্রীত বুমরাহ (সিদ্ধান্ত জানাবে); পাকিস্তানের সাইম আইয়ুব ও হারিস রউফ; অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে।
এমএইচ//