চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন যারা

পাকিস্তানের আয়োজনে চ্যাম্পিয়নস ট্রফি হলেও দুবাইয়ে হয়েছে বেশকিছু ম্যাচ। মূলত ভারতের ম্যাচগুলোই দুবাই আয়োজন করেছে। অন্যান্য দলগুলোকে পাকিস্তান-দুবাই দৌড়ঝাঁপ করতে হলেও, ভারতকে তা করতে হয়নি। সবমিলিয়ে ভারতের জন্য কিছুটা সুবিধা হয়েছে এবারের আয়োজন, এমন মন্তব্য করছেন অনেকেই। ভারতের সুবিধা হলেও ব্যাটে-বলের পারফরম্যান্সে সেরা হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন রাচিন রবীন্দ্র। প্রথম ম্যাচে খেলেননি। তবে পরের চার ম্যাচে দুই সেঞ্চুরিতে ২৬৩ রান করেছেন এই ব্যাটার। এই সংগ্রহ তাকে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বানিয়েছে। তালিকার দ্বিতীয়তে ২৪৩ রান নিয়ে অবস্থান করছেন ভারতের শ্রেয়াস আইয়ার।
পরের নামগুলো; বেন ডাকেট ২২৭ রান, জো রুট ২২৫ রান, ভিরাট কোহলি ২১৮ রান।
শেষ কয়েক বছর ধরে রাচিন রবীন্দ্র ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করছেন। অথচ তার পরিচয় শুরুতে স্পিনার হিসেবেই এসেছিল। মূলত চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়িয়ে রাচিন প্রমাণ করেন ব্যাট হাতে তিনি কি করতে পারেন।
নিউজিল্যান্ড থেকে সেরা বোলার নির্বাচিত হয়েছেন ম্যাট হেনরি। তিনি ফাইনাল ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। তার ঝুলিতে মোট ১০ উইকেট ঢুকেছে প্রথম চার ম্যাচ খেলেই। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার মোহাম্মদ শামি ৯ টি করে উইকেট নিয়েছেন।
পরের দুই বোলার নিউজিল্যান্ডের; মিচেল স্যান্টনার ৯ উইকেট, মিচেল ব্রেসওয়েল ৮ উইকেট।
এদিকে ফাইনালের ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৮৩ বল খেলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান সংগ্রহ করেন। ব্যাটারদের শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় কোহলি সেরা পাঁচে আছেন। যদিও ফাইনাল ম্যাচে তিনি ১ রানের বেশি করতে পারেননি।
এমএইচ//