খেলাধুলা

ফাইনালে অনিশ্চিত কিউই পেসার ম্যাট হেনরি

ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে অনিশ্চিত নিউজিল্যান্ড ফাস্ট বোলার ম্যাট হেনরি। কাঁধে ব্যথা থাকার কারণে তিনি ফাইনাল ম্যাচটি খেলতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি।

গত ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলে হেনরি। সেই ম্যাচে বেশ বাজেভাবে তার বাহু মাটিতে গিয়ে পড়ে, এতে বেশ আঘাত পান তিনি। সেই আঘাত এখনো আরামদায়ক অবস্থায় আসেনি।

৩৩ বছর বয়সী হেনরি সেমিফাইনাল ম্যাচে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার উইকেট তুলে নেন। সেই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৭ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন।

হেনরির অবস্থা নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, হেনরি আনকম্ফর্টেবল, তাকে স্ক্যান করার জন্য পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ উইকেটসংগ্রাহক হেনরি। তিনি ৪ ম্যাচ খেলে ১০ উইকেট সংগ্রহ করেছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন