আন্তর্জাতিক

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। সুনামির সতর্কতা নেই বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা।  মঙ্গলবার (২৫ মার্চ) ব্রিটিশ সংবাদসংস্থা রয়াটার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির কিছু কিছু অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস-এর তথ্য অনুসারে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পটি স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ৩৩ কিলোমিটার গভীরে অনুভূত হয়। 

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৪ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্পটি অনুভব করেছেন।।

এর আগে ২০১১ সালে দেশটির ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, ওই ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন