জাতীয়

দাবি আদায়ে অনড় ম্যাটস শিক্ষার্থীরা

অবিলম্বে শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে এবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবি আদায়ের ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও কয়েকজন শিক্ষার্থীকে ডেকেছেমন্ত্রণালয়ের আশ্বাসে  তারা কর্মসূচিতে কিছুটা পরিবর্তন এনেছেনদাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রেসক্লাবেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছেঅবিলম্বে শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি; প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন; ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা এবং স্বতন্ত্র শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা।

আশ্বাসের বিষয়ে মানসুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজকের মধ্যেই শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হবে। এ ছাড়া  শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে উচ্চশিক্ষার পথ খুলে দেওয়ারও আশ্বাস দেয়া হয়েছে।

এর আগে রোববার বিকেলে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন