৪ দফা দাবি আদায়ে একাডেমিক শাটডাউন ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের

দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ ৪ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার সকাল থেকে সরকারি-বেসরকারি ২১৬টি প্রতিষ্ঠানে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি পালিত হবে।
রবিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ম্যাটস শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কিছু চিকিৎসক ‘উসকানি’ দিচ্ছেন। তাতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ম্যাটস শিক্ষার্থীদের নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়াচ্ছেন। উপ-সহকারী মেডিকেল অফিসার এবং ডিএমএফ ডিগ্রিধারীদের সুনাম তাতে ‘ক্ষুণ্ন’ হচ্ছে।
এ শিক্ষার্থী বলেন “এ ধরনের অপপ্রচার দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। ডিএমএফদের অধিকার আদায়ের জন্য উচ্চ আদালতে একটি মামলা চলমান। এই মামলার রায়কে প্রভাবিত করতে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি, সভা-সমাবেশ বিচার বিভাগের স্বাধীনতাবিরোধী এবং আদালত অবমাননার শামিল। আমরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। আমরা কারও বিরুদ্ধে নই, আমাদের যে দাবি তা আদালতেই সমাপ্ত হবে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, “ম্যাটস শিক্ষার্থীদের সঙ্গে চলে আসা দীর্ঘদিনের বৈষম্য দূর হয়নি। এজন্য ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন, সংগ্রাম করে আসছেন। গত ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ দিনের মধ্যে আমাদের দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তা পূরণ হয়নি।
ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবি হলো
অবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ। প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ দিতে হবে।
আই/এ