সাভারে ফের চলন্ত বাসে ছিনতাই

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আবারো চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।এর আগেও দুই সপ্তাহ পূর্বে একইভাবে শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
রোববার (২ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় চন্দ্রা থেকে মিরপুরগামী রাজধানী পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী বাসযাত্রী নাজমুল হুদা বলেন, দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দেন। পরে বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার জন্য থামলে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ৫-৬ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে বাসের যাত্রীদের মানিব্যাগ ও মোবাইলসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তার মোবাইলটিও ছিনিয়ে নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।
তিনি বলেন, কয়েকদিন আগেও একই স্থানে চলন্ত বাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন। আজ তিনি নিজেও প্রকাশ্য দিবালোকে চলন্ত বাসে ছিনতাইয়ের শিকার হলেন।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘পুলিশ টাউন এলাকায় একটি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। গাড়িটি যাত্রী নিয়ে ঢাকায় চলে গেছে। এরই মধ্যে আমরা গাড়ির চালকের সঙ্গে কথা বলেছি, গাড়িটি থানায় নিয়ে আসতে বলেছি। বিষয়টি জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।
আই/এ