বাংলাদেশ

সায়মা ওয়াজেদের 'সূচনা ফাউন্ডেশন' আর কর সুবিধা পাবে না

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সূচনা ফাউন্ডেশন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে।

সেখানে তারা জানায়, সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ ছাড়া সূচনা ফাউন্ডেশনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দানও এত দিন করমুক্ত ছিল। সেই সুবিধাও এখন বাতিল করেছে এনবিআর।

গত ২০১৬ সালের ৬ এপ্রিল এবং ২০২৩ সালের ১৯ জুন, পৃথক দুটি প্রজ্ঞাপন দেয়া হয়। যার মাধ্যমে সূচনা ফাউন্ডেশনকে এই করসুবিধা প্রদান করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন দুটি বাতিল করেছে এনবিআর।

এর আগে, গত ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের (জব্দ) নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূচনা ফাউন্ডেশনের দুর্নীতির অভিযোগ তদন্ত কাজ চলমান রেখেছে। 

এমএইচ//  

 

এ সম্পর্কিত আরও পড়ুন