জাতীয়

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের তারিখ ঘোষণা

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক শুরু হবে

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

নির্বাচন নিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেইনির্বাচনের রোডম্যপ চেয়েছে বিএনপি। সরকারের পরিকল্পনা, চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ নাগাদ নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো যেসময় নির্বাচন চায় তখনই নির্বাচন হবে

প্রেস সচিব বলেন, বিএনপি থেকে মানবাধিকারের বিষয়ে জোর দেয়ার কথা বলা হয়েছে। ড. ইউনূস বলেছেন, কোনো অবস্থাতেই কোনো নাগরিকের মানবাধিকার লঙ্ঘন হবে না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন