জাতীয়

জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে সম্ভব নয় : ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন,  জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে অনুষ্ঠিত করা সম্ভব নয়। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে ইসি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এ নির্বাচন কমিশনার বলেন, অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে পর্যায়ক্রমে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করতে প্রায় এক বছর সময় লেগে যায়। এভাবে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি করতে গেলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন বর্তমানে নির্বাচন কমিশনের অগ্রাধিকার এবং ইসি এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে, যদি সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়, তাহলে ইসি সেটা সেভাবে বাস্তবায়ন করবে। এটা সরকারের সিদ্ধান্ত।

ইসি সানাউল্লাহ বলেন,  প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয়, সেখানে যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে ২০২৫ সালের শেষ নাগাদ ডিসেম্বরে নির্বাচন; আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেয়া হয় তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা। এ সময়ে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন