গাজা নিয়ে আবারও ‘বেপরোয়া’ ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প
বিশ্বজুড়ে নিন্দা আর সমালোচনার মুখেও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে বেপরোয়া প্রচারণা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সমময় সোমবারও(১০ ফেব্রুয়ারি) তিনি নতুন করে বলেছেন, তার পরিকল্পনা অনুযায়ী গাজা মার্কিন প্রশাসনের অধীনে থাকবে।২২ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। এসব ফিলিস্তিনিরা আর গাজায় ফিরতে পারবে না।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য তিনি এই প্রকল্পের পুরো দায়িত্ব নেবেন। এটি ভবিষ্যতের জন্য একটি রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
গাজায় ফিলিস্তিনের জনগণ ফিরতে পারবেনা কেন-এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে পারবে না। কারণ, তাদের আরও ভালো থাকার জায়গা দেওয়া হবে। আমি তাদের জন্য একটি স্থায়ী আবাসন গড়ে তোলার কথা বলছি, যা তাদের জন্য বেশি উপযুক্ত হবে। এখন যদি তারা গাজায় ফিরে যায়, তবে কয়েক বছর সময় লাগবে এবং গাজা বর্তমানে বসবাসের উপযোগী নয়।
ট্রাম্পের ভাষ্যমতে, গাজা উপত্যকার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য তিনি উন্নত ও নিরাপদ এলাকা গড়ে তুলবেন। গাজা থেকে কিছুটা দূরে এসব আবাসন তৈরি করা হবে এবং এটি হবে নিরাপদ ও আধুনিক।
গাজা উপত্যকা নিয়ে ট্রাম্প বলেন, ভবিষ্যতের জন্য গাজা উপত্যকাকে একটি রিয়েল এস্টেট প্রকল্প (আবসন খাত) হিসেবে দেখুন। সমুদ্রের পাশে একটি হবে অনন্য এক সুন্দর এলাকা। ছুটি কাটাতে এটি একটি সুন্দর জায়গা হবে এবং আবাসনখাত নির্মাণে বেশি অর্থও খরচ হবে না।
এর আগে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর সহায়তায় তাদের জন্য নতুন ও আধুনিক শহর তৈরি করা হবে। তবে ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে।
এমআর//