উদ্বোধনী ম্যাচসহ যে কয়টি ম্যাচে থাকবেন বাংলাদেশের সৈকত
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর সময় আর বেশি দিন নেই। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়ার পাশাপাশি আইসিসি তাদের প্রস্তুতি সারছে। আম্পায়ার-ম্যাচ অফিশিয়ালদের দায়িত্ব ভাগ করে দেয়ার কাজ সম্পন্ন।
আগামী ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে করাচিতে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার সঙ্গী হিসেবে আরেক আম্পায়ার থাকবেন রিচার্ড কেটেলবরো। জোয়েল উইলসন টিভি আম্পায়ার ও অ্যালেক্স ওয়ার্ফ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবে অ্যান্ড্রু পাইক্রফট।
গ্রুপ পর্বে অন-ফিল্ডে শরফুদ্দৌলা দায়িত্ব পেয়েছেন দুই ম্যাচে। যার একটি উদ্বোধনী ম্যাচ, অন্যটি ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে লাহোরে। ম্যাচ পরিচালনায় সেদিন তার মাঠের সঙ্গী হবে জোয়েল উইলসন।
শরফুদ্দৌলা আরও দুই ম্যাচে দায়িত্ব পালন করবেন। যার একটি ২১ ফেব্রুয়ারি করাচিতে, আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে। অন্যটি ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে এই বাংলাদেশি আম্পায়ারকে।
এমএইচ//