খেলাধুলা

জাতীয় নারী দলের দায়িত্বে অভিজ্ঞ সারওয়ার ইমরান

ছবি: সারওয়ার ইমরান/ফেসবুক

দেশি কোচের ব্যাপারে আগ্রহ বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবার বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন অভিজ্ঞ সারওয়ার ইমরান।

এর আগে মেয়েদের প্রধান কোচের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার হাসান তিলকরত্নে। হাসানের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বিসিবির। তবে চুক্তি নবায়ন করার আগেই এই লঙ্কান আর দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন।

বিসিবি সভাপতি দেশীয় কোচ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন। যেখানে তিনি জানিয়েছেন, সামনে আরও স্থানীয় কোচ দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটে।

বিকেএসপির হেড কোচ হিসেবে ১৯৮৭ সাল থেকে দশ বছর দায়িত্ব পালন করেছেন সারওয়ার ইমরান। এরপর ভারতের বিপক্ষে ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টে কোচ ছিলেন তিনি।

জাতীয় ক্রিকেট একাডেমি, বিপিএল, ডিপিএল ক্রিকেটের এমন একাধিক জায়গায় কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন সারওয়ার ইমরান। 

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন