খেলাধুলা

দায়িত্ব ছাড়লেন নারী দলের প্রধান কোচ হাসান তিলকরত্নে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলকরত্নে নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার মেয়াদ ছিল সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত। এই কোচের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করা হবে কি না, তা স্পষ্ট ছিল না। তবে এরমধ্যে তিলকরত্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বাংলাদেশে ২০২২ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। এরপর নারী দলের দায়িত্ব নেন তিলকরত্নে। এই লঙ্কান কোচের অধীনে বেশ সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। বৈশ্বিক ইভেন্টগুলোতে যদিও তেমন পারফর্ম দেখা যায়নি টাইগ্রেসদের।

বাংলাদেশ ক্রিকেটের নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার ক্রিকবাজকে বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিনি জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না।

জানা যায়, নারী দলের নতুন দায়িত্বে একজন দেশি কোচ খুঁজছে বিসিবি। মেয়েদের বয়সভিত্তিক দলে দায়িত্ব পালন করা সরোয়ার ইমরানের নাম রয়েছে এই আলোচনায়।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন