দেশজুড়ে

কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার, সহকর্মীদের দাবি হত্যাকাণ্ড

সাভারের আশুলিয়ায় রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডে নামে একটি পোশাক কারখানার ভেতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোস্তফা, তিনি রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের অষ্টম তলায় ফিনিশিং বিভাগে কাজ করতেন। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে বলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক

শ্রমিকরা জানান, সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা।খবরটি পুরো কারখানার শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ে। পরে তারা হত্যাকাণ্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে কারখানার অ্যাসেম্বলিতে অবস্থান নেন।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 

আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক বলেন, ওই কারখানার ভেতরে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন