আইন-বিচার

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হতে চান এসআই আফজালুল

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আফজালুল হক। তিনি এই মামলার আসামি। বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনালে এই আবেদন করেছেন এসআই আফজালুল।

এই মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এ মামলায় পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গেল ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, গেল ১১ সেপ্টেম্বর এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। তবে আলোচিত এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন এখনো পলাতক রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন