আন্তর্জাতিক

সাগরে মহড়া করবে ইরান

ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে দু'দিনব্যাপী ক্ষেপণাস্ত্র মহড়া করবে ইরান। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের এই তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। 

মেহের নিউজ জানিয়েছে এই মহড়ায় বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নেবে। 

ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানী বলেছেন, দেশীয় দক্ষতার ওপর নির্ভর এই মহড়া হবে। যুদ্ধ প্রস্তুতি ও জনসাধারণের আস্থা বাড়াতেই এই আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কর্মক্ষম পরিকল্পনা ও কমান্ড-নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা হবে। জোরদার করা হবে প্রতিরোধ ক্ষমতা।

এই মহড়ায় অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি জানিয়েছেন, ভূপৃষ্ঠের জাহাজগুলোকে ধ্বংস করতে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। পাশাপাশি ড্রোন অভিযানেরও মহড়া হবে। 

এ সম্পর্কিত আরও পড়ুন