বন্দিদের মুক্তি না দিলে ফের যুদ্ধ শুরু হবে: নেতানিয়াহু
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যদি ইসরাইলি বন্দিদের মুক্তি না দেয়, ফের যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসরাইলের এই প্রধানমন্ত্রী এমন বার্তা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, হামাস ইসরাইলি বন্দিদের মুক্তি না দিলে ফের গাজায় তীব্র অভিযান চালানো হবে। নেতানিয়াহুর দাবি, শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তি দিতে হবে।
এর আগে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেয়া হবে না জানিয়েছিল হামাস। তার প্রেক্ষিতেই এমন যুদ্ধের বার্তা দিয়েছেন নেতানিয়াহু।
জানা যায়, শনিবার দুপুরের মধ্যে ইসরাইলি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলি ডিফেন্স ফোর্স হামাসের ওপর চরম হামলা চালাবে। হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।
বর্তমানে গাজার অবস্থা বেশ খারাপ। ধ্বংসের চিহ্ন প্রতিটি জায়গায়। গাজাকে নতুন করে তৈরি করতে হলে সব মিলিয়ে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে জানিয়েছে জাতিসংঘ। প্রথম তিন বছরে খরচ হবে ২০ বিলিয়ন ডলার। গাজায় ৬০ শতাংশ বাড়ি ধ্বংস হয়েছে বলে তারা জানিয়েছে।
এমএইচ//