কাফির বাড়িতে আগুন, নিজেই 'বিকল্প' হওয়ার ঘোষণা
দেশীয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে পটুয়াখালী জেলার কলাপাড়ায় আজ, বুধবার এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন কাফি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাফি একটি পোস্ট করেন। যেখানে তিনি জানান, ‘আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হবো, আমিই বিপ্লবী সরকার হবো।’
জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়ায় কাফির গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। এ সময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলো। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছে।
কাফির পিতা এবিএম হাবিবুর রহমান জানান, আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনা কারা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
এমএইচ//